Aj Amar Akash Song Lyrics – Sweater Movie

 

Sweater is a 2019 Bengali Film Updates directed by Shieladitya Moulik. Aj Amar Akashsong from this Ishaa Saha, June Maliah, and Sreelekha Mitra starrer Sweater, is composed by the music director Ranajoy Bhattacharjee. Ranajoy Bhattacharjee has provided the Lyrics for this mp3 song: Aj Amar Akash, while Rupankar Bagchi has provided the voice. Below in this article, you can find the details of Aj Amar Akash song lyrics in Bengali language(s).

The Smart phone is the latest Technology invention smart phones of modern science that has made the communication system so easy for all.Mobile has become an important gadget in the world.Moreover, we see how mobile phones have replaced computers and laptops. We carry out all the tasks through mobile phones which we initially did use our computers. Many online streaming apps on the internet are deceiving in nature and they just try to inject malware into your device.

But with so many channels of information at your fingertips, it can be difficult to determine what trends are legitimate and which ones are just fad or fake news. whether by looking up information and resources on the spot or through live Twitter feeds, to name a few. watch the latest movies on your android phones & download the streaming Android apps.

Now a day’s, mobile has turned into a significant contraption on the planet. Likewise, mobile innovation has made its headway lately. The telephones of this age are known as mobile phones. watch online films on your android phones and download the streaming Android apps.

Aj Amar Akash Song Lyrics

আজ আমার আকাশ জুড়ে সন্ধ্যে নামে,
ট্রেন স্টেশনে পৌঁছনোর আগ ই থামে,
মন তোমার উঠোন জুড়ে বাঁচে,
ঐ পুড়ে যাওয়া আগুনের আঁচে।
আজ আমার আকাশ জুড়ে সন্ধ্যে নামে,
ট্রেন স্টেশনে পৌঁছনোর আগেই থামে,
মন তোমার উঠোন জুড়ে বাঁচে,
ঐ পুড়ে যাওয়া আগুনের আঁচে।
তবু তোমার আকাশ, বৃষ্টি আঁকে,
পথে শিশির ভেজা গন্ধ মাখে।
আজ তোমার আকাশ বৃষ্টি আঁকে,
পথে শিশির ভেজা গন্ধ মাখে,
মৃত শহরতলির বাঁকে বাঁকে, আঁকে বাঁকে।
আজ আমার আকাশ জুড়ে সন্ধ্যে নামে,
ট্রেন স্টেশনে পৌঁছনোর আগেই থামে।
মন তোমার উঠোন জুড়ে বাঁচে,
ঐ পুড়ে যাওয়া আগুনের আঁচে।
কেন ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছি,
যেন ঘরে ফিরে যাওয়া মৌমাছি,
কত দেওয়া নেওয়া বাকি রয়ে গেছে,
হেরে যাওয়াতে ভালোলাগা আছে।
এরা হিসেব করেও দুঃস্বপ্ন দেখে,
প্রেম হাত পাতলেও সরিয়ে রাখে।
আর আমি তোমায় নিয়ে বাঁচি,
আজ তোমায় ভেবেই ভালো আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *